দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৬ জুলাই ।। ধলাই জেলায় দলীয় কাজে গিয়ে CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর সিঁড়ি থেকে পড়ে গিয়ে অসুস্থতার সংবাদে দলীয়স্তরে উৎকণ্ঠা দেখা দেয় কর্মী মহলে। CPI(M) সভ্য, সমর্থকরা কেমন আছেন দলের সম্পাদক জানার জন্য উদগ্রীব হয়ে পড়েন। CPI(M) রাজ্য সম্পাদককে জি বি হাসপাতালে চিকিৎসা শেষে ছুটি দেয়ার সংবাদে দলীয় মহলে উৎকণ্ঠার অবসান হয়েছে।