দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৭ জুলাই ।। দুই শূন্য আসনের সদ্য সমাপ্ত নির্বাচন পর্ব সমাধা হয়ে গেলেও রাজ্য রাজনীতির অন্দরে চর্চা শেষ হয়নি। ভোটের ফলাফল যে ইঙ্গিত দিয়েছে তাতে রাজ্য কংগ্রেসের অবস্থান সব মিলিয়েই আলোচনা – এই ধারাই রাজ্যের নির্বাচনে স্থায়ী হতে যাচ্ছে কিনা। সংকটময় পরিস্থিতিতে রাজ্য যুব কংগ্রেস সমর্থকদের আস্থা আর হারানো জমি উদ্ধারে ময়দানে নামছে। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” প্রতিনিধির সঙ্গে ফোনালাপে রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরীকে প্রশ্ন করা হয় প্রদেশ কংগ্রেসের ভূমিকার পরিনতিতে এবার যুব কংগ্রেস তৎপর হতে যাচ্ছে কি? উত্তরে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী বলেছেন প্রদেশ কংগ্রেসের কর্মসূচী নিয়ে ওনার মন্তব্য করার এক্তিয়ার নেই তবে ৯ই জুলাই যুব কংগ্রেসের প্রতিনিধি কনভেনশনকে সফল করতে প্রদেশ কংগ্রেস সর্বাত্মক সাহায্য করছে। রাজ্য কংগ্রেসের হাল ফেরাতেই যুব কংগ্রেস নতুন উদ্যোগ নিয়ে ঘর গোছানোর প্রয়াস নিয়েছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ৯ই জুলাই রাজ্য যুব কংগ্রেসের আহ্বানে প্রতিনিধি কনভেনশনে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি অমরিন্দার সিং রাজা ব্রার। সময়ের বিচারে যুব কংগ্রেসের এই কনভেনশনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে গোটা রাজ্যের কংগ্রেসের হাল থেকে পালের বিষয়। রাজ্য যুব কংগ্রেসের এই প্রতিনিধি কনভেনশনের নামাকরন করা হয়েছে ‘সংকল্প’। সংগঠনের সৈনিকেরা ‘সংকল্পে’ কতদূর দৃঢ় সংকল্প জানান দেবে ৯ই জুলাই ২০১৫।