আন্তর্জাতিক ডেস্ক ।। যাত্রীরা সবাই উঠে পড়েছেন নিজেদের যাত্রার উদ্ধেশ্যে কিন্তু মস্কো বিমানবন্দর থেকে উড়তে পারলোনা বিমানটি। ছাড়ে যাওয়ার সময় হয়েছে মস্কোর বিমানবন্দর থেকে কিছুক্ষণের মধ্যেই উড়বে বিমান। কিন্তু সেই মুহূর্তেই ব্যাঘাত! হাজার হাজার মৌমাছি ততক্ষণে ছেয়ে গিয়েছে বিমানের ডানায়। ঢাকা পড়েছে জানালাও। বেগতিক বুঝেতেপেরে পাইলট বিমানটি থামিয়ে দিলেন এবং যাত্রা স্থগিত রাখা হল কিছুখনের জন্য। মৌমাছি তাড়িয়ে সেন্ট পিটার্সবার্গগামী বিমানটি ছাড়তে প্রায় এক ঘন্টা দেরী হল। উড়ানের একেবারে প্রাক মুহূর্তে মৌমাছির হামলায় নাজেহাল হতে হল রাসিয়া এয়ারলাইন্সের বিমানটিকে। মস্কোর ভিনুকোভো বিমানবন্দরে এয়ারবাস-৩১৯-র ডানার নিচে ছিল ওই মোমাছিগুলি। উড়ানের আগের মূহূর্তে সেগুলি বিমানের জানালাগুলিও ঢেকে ফেলে। বিমানের ভেতরে থাকা যাত্রীদের কথা ভেবে ডেকে আনা হয় অ্যাম্বুলেন্স। যদিও বিমানের ভেতরে হানা দিতে পারেনি মোমাছির ঝাঁক। বিমানবন্দরের কর্মীরা দক্ষতার সঙ্গে এবং দ্রুত বিমান ঘিরে থাকা মোমাছির ঝাঁককে তাড়িয়ে দিতে সক্ষম হন। উল্লেখ্য, মৌমাছির কারণে বিমানের উড়ানে সমস্যা এই প্রথম নয়। গত মাসেই ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে আয়ারল্যান্ডের ডাবলিনগামী একটি বিমান মাঝ আকাশে উড়েও জরুরী অবতরণ করতে বাধ্য হয়েছিল। সেক্ষেত্রেও বিপত্তির কারণ ছিল মৌমাছি। বিমানের বাইরের যন্ত্রাংশে একটি মাত্র মৌমাছি থাকায় বিমানটিকে জরুরী অবতরণ করতে হয়।