আন্তর্জাতিক ডেস্ক ।। আগামী দুই বছরে ৪০ হাজার পর্যন্ত সেনা ছাঁটাইয়ের মাধ্যমে মার্কিন সেনাবাহিনীর বহর কমিয়ে আনা হবে। খবর ইউএসএ টুডে’র। ব্যয় কমানোর উদ্দেশ্যে পরিচালিত এই ছাঁটাই কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীতে কর্মরত বেসামরিক কর্মকর্তাদের মধ্য থেকেও অতিরিক্ত ১৭ হাজার জনকে ছাঁটাই করা হবে। চলতি সপ্তাহের শেষ দিকে এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক একটি ঘোষণা আসতে পারে। সেক্ষেত্রে ২০১৭ সাল নাগাদ মার্কিন সেনাসদস্যের সংখ্যা কমে সাড়ে চার লাখে দাঁড়াতে পারে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া, যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থবছরের শুরুতে, অর্থাৎ আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হতে যাওয়া নতুন আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বয়ংক্রিয়ভাবেই আরো ৩০ হাজার সেনা ছাঁটাই করতে হতে পারে মার্কিন সেনাবাহিনীকে। ২০১২ সালে ইরাক ও আফগানিস্তানে সংঘর্ষ চলাকালীন মার্কিন সেনাবাহিনীতে সদস্যসংখ্যা ছিল পাঁচ লাখ ৭০ হাজার।