২ হাজার কোটি ডলারের খাদ্য পরিকল্পনা চলতি বছরেই বাস্তবায়ন হতে যাচ্ছে

vrtজাতীয় ডেস্ক ।। ভারত সরকার দুই হাজার কোটি ডলারের একটি খাদ্যকল্যাণ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে। রয়টার্সের সূত্র উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থের ৬৭ শতাংশই দেশটির ১২০ কোটি মানুষের কাছে সস্তা চাল ও গম পৌঁছানোর কাজে ব্যয় করা হবে। ২০১৩ সালের আগস্ট মাসে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনটিতে দেশের তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার অনুমোদন দিয়েছিল। আইনটি পরবর্তী এক বছরের মধ্যে ভারতের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়সীমা বেশ কয়েকবার পার হয়ে গেলেও কেবলমাত্র ১১টি রাজ্য এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে এবং বাকি রাজ্য সরকারগুলো আরো সময় চাচ্ছে। এর আগের সর্বশেষ নির্ধারিত সময়সীমা ছিল আগামী সেপ্টেম্বর মাস। মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পবন রাজ্য খাদ্যমন্ত্রীদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘শেষ পর্যন্ত ডিসেম্বর নাগাদ আইনটি কার্যকর করার বিষয়ে অধিকাংশ রাজ্যের মন্ত্রীরা রাজি হয়েছেন।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি গত ফেব্রুয়ারি মাসের বাজেট প্রস্তাবে খাদ্য ভর্তুকির জন্য দুই হাজার ১১ কোটি ডলার বরাদ্দ করেন। পূর্বসূরী মনমোহন সিংয়ের অনুমোদিত ব্যয়বহুল এই খাদ্যকল্যাণ পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তবায়ন করলেও বর্তমানে তার সরকার দেশের উৎপাদন ও অবকাঠামোগত খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সব ধরনের ভর্তুকি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*