দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ জুলাই ।। বিশ্বজুড়ে ব্যবসার দৌলতে স্বীকৃত নাম টাটা গোষ্ঠী। স্বনামধন্য টাটা পরিবারের সদস্য রতন টাটা রাজ্যে আসছেন – স্বভাবতই গোটা রাজ্যের ব্যবসায়ীমহল থেকে মানুষের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন রতন টাটা। রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় নতুন দিগন্তের উন্মোচন হতে পারে এই পার্বতী রাজ্যে। কারিগরী প্রতিষ্ঠান, মৎস্য এবং দুগ্ধ উৎপাদনের প্রকল্প স্থাপনের মধ্য দিয়ে রাজ্যে নতুন কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে অপচয়িত মানব শক্তি যদি শ্রমশক্তিতে রুপান্তরীত হয় তবে সার্বিক ভাবে লাভবান হবে ত্রিপুরা।