SFI-র আসন্ন অঞ্চল সন্মেলন উপলক্ষ্যে দশমীঘাটে DYFI-র পথসভা

dyfiদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ জুলাই ।। ১২ই জুলাই SFI-র অঞ্চল সন্মেলন উপলক্ষ্যে এলাকা ভিত্তিক সন্মেলন আয়োজিত হচ্ছে। আসন্ন সন্মেলনকে সফল করতে মাঠে নেমেছে DYFI । বুধবার, দশমীঘাট SFI-র সন্মেলনকে সামনে রেখে জয়নগর মেলারমাঠ DYFI অঞ্চল কমিটির এক পথসভার আয়োজন করে। উপস্থিত ছিলেন DYFI-র লোকাল সম্পাদক শ্যামল সরকার, SFI-র সম্পাদক শম্ভু দাস সহ আরো অনেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*