উড়ালপুল পরিদর্শনে শীর্ষ অধিকারীর প্রতিনিধি

over bridge.jpg1দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ জুলাই ।।  দিনে দিনে আগরতলা রুপ বদলাচ্ছে। আধুনিক হতে গেলে যে সব উপাদান প্রয়োজন তার অনেক কিছুই নেই এই শহরটার, তার মধ্যেই এ মুহূর্তে সূদুর গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে আগরতলার উড়ালপুলের গল্প। উত্তর পূর্বাঞ্চলের সর্বশেষ প্রান্তে অবস্থিত ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা কোনো এক সময়ে এতটাই দুর্গম ছিল যেখানে দেশের মূল ভূখন্ডের সঙ্গে এক প্রকার বিচ্ছিন্নতার সামিল ছিল। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হলেও এখনো এই রাজ্যের মানুষের জন্য আসাম আগরতলা রাস্তার পরিচিতি LIFE LINE হিসেবে। সেই রাজ্যে এখন উড়ালপুল হতে যাচ্ছে।

বুধবার, বটতলায় উড়ালপুল নির্মানস্থল পরিদর্শনে এসেছিলেন সেন্ট্রাল জোনাল সেক্রেটারি সঙ্গে উপস্থিত ছিল সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীরা। উচ্চ আধীকারীকদের উড়ালপুলের প্রস্তাবিত প্রকল্পের প্রতিকি নকশা খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন সেন্ট্রাল জোনাল সেক্রেটারি। বটতলা উড়ালপুল নির্মানস্থলে উচ্চ আধীকারীকদের আগমনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

over bridge.jpg2উড়ালপুলের প্রতিকি Layout

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*