দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৬ সেপ্টেম্বর ।। বিগত বিধানসভা নিরবাচনে রামনগর ৭নং বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের মহীরুহ উৎপাটিত করে বাজীমাত করেছিলেন CPI(M) প্রার্থী রতন দাশ। শনিবার রামনগর ৭নং কেন্দ্রের বিধায়ক রতন দাশকে দেখা গেছে এলাকার মানুষের সমস্যা জানতে বাড়ী বাড়ী যাচ্ছেন। বিধায়ককে কাছে পেয়ে মানুষও দুঃখ, দুর্দশা, ক্ষোভ, যন্ত্রনার কথা বলেছেন। রতন বাবুও একেবারে ঘরের মানুষের মতোই খুঁটিয়ে খুঁটিয়ে সমস্যার কথা জানতে চেয়েছেন। বিধায়কের কাছে সব দুঃখ মোচনের ভার দিয়ে অনেকেই স্বস্তিতে। ভক্ত যেমন ভগবানের কাছে সব ভার তুলে দিয়ে ভাবে এবার দুঃখ মোচন হবে, ৭নং রামনগর বিধানসভা কেন্দ্রের মানুষও সেই রকমই ভাবছে।