দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৯ জুলাই ।। উড়ালপুল তৈরীর জন্য রাস্তা প্রশস্থ করা হবে এই জন্য ছাড়তে হবে জায়গা। কয়েকদিন আগে পুর নিগম টাস্ক ফোর্স মিলনসংঘ সংলগ্ন রাস্তার পাশে দোকান উচ্ছেদে গেলে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ৩ দিনের মধ্যে জায়গা ছাড়ার আদেশ দিয়ে সেদিন নিগমের টাস্ক ফোর্স স্থান ত্যাগ করে। যদিও ব্যবসায়ীদের তরফে অভিযোগ আগাম নোটিশ না দিয়েই উচ্ছেদ পর্বে যায় পুর নিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার, পুর নিগমের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নাগেরজলায় গন অবস্থানে অংশ নেয় শহর দক্ষিনাঞ্চল জেলা ভূমি সুরক্ষা কমিটি। জহর ব্রীজ থেকে ড্রপ গেট পর্যন্ত উড়ালপুলের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও অনেকের বাড়ী ঘরেও ভাঙ্গন পর্ব হওয়ার সম্ভাবনা। শহর দক্ষিনাঞ্চল জেলা ভূমি সুরক্ষা কমিটির অবস্থান মঞ্চ থেকে বলা হয়েছে যতক্ষন না পশ্চিম জেলার জেলা শাসক সুষ্ঠু সমাধানের আশ্বাস দেবেন সেই পর্যন্ত চলতে থাকবে গন অবস্থান।