আগরতলা, ৯ জুলাই ।। বৃহস্পতিবার, স্বনামধন্য টাটা পরিবারের সদস্য রতন টাটা রাজ্যে এসেছেন। বিশ্বজুড়ে ব্যবসার দৌলতে স্বীকৃত নাম টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় রাজ্যে বিনিয়োগে আগ্রহী দেখিয়েছেন। রাজ্যবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে মৎস্য কৃষি, শিক্ষা ইত্যাদি দপ্তরের সঙ্গে টাটা ট্রাষ্টের মউ স্বাক্ষরিত হয়েছে। এজন্য মূখ্যমন্ত্রী রতন টাটাকে ধন্যবাদ জানান। মূখ্যমন্ত্রী বলেন আজকের দিনটি ত্রিপুরাবাসীর জন্য একটি স্মরণীয় দিন। স্বভাবতই গোটা রাজ্যে নতুন কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে অপচয়িত মানব শক্তি যদি শ্রমশক্তিতে রুপান্তরীত হয় তবে সার্বিক ভাবে লাভবান হবে ত্রিপুরা।