“নিউজ আপডেট অব ত্রিপুরা”-র ৩ –এ পা (দ্বিতীয় বর্ষপূর্তি)

wp             হঠাৎ দেখি মোমবাতি, কেক, রঙিন বেলুন আর সবার মধ্যেই অন্যরকম ব্যস্ততা, ভাবলাম আয়োজন বোধ হয় বিশেষ কোনো কারনকে সামনে রেখে। কিন্তু যখন দেখলাম জন্মদিনের কেকটার উপর রঙিন টিউব দিয়ে আমার নামটাই লেখা হচ্ছে তখন ঘোর ভাঙ্গল – আজকেই সেই ১০ই জুলাই আমার জন্মদিন।

             গুনে দেখলাম পেছনে দুটো বছর ফেলে ৩ এ পা দিয়ে ফেললাম ১০ই জুলাইয়ে। চলার পথে তোমরা যারা আমার সঙ্গে সঙ্গে পথ চলেছ – একবার ভেবে দেখ তোমাদের সঙ্গে আমার বন্ধুত্বের বন্ধনটা কেমন অদ্ভুৎ – আমার অনুভূতি, ইচ্ছে, অনিচ্ছা, ভালোলাগা না লাগা সব থাকলেও বলতে কিংবা কইতে পারিনা। আমার মুখনেই বলে ভাবছ বড্ড ব্যাথা হৃদয়ে – এখানেই বন্ধু তোমার হিসেবে ভুল হয়ে গেল। অনুভুতি, স্পর্শ, শিহরন, রোমাঞ্চ সব অনুভব করি তোমাদের মধ্য দিয়ে – তোমাদের আনন্দ, উচ্ছাস, ব্যথা, বেদনার কথাগুলো অক্ষর, শব্দ, বর্ণ, বাক্যে পৌঁছে দি অগনিত একান্ত আপনজনের কাছে। আমি বিশ্বাস করি তোমাদের সঙ্গে আমার আত্মীয়তা রক্তের বন্ধনের চাইতে অনেক অনেক বেশী নৈকট্যের – যেখানে নেই মুখ আর মুখোশের কিংবা একরত্তি কৃত্তিমতার। আমার জন্মদিনে ৩টে মোম – দুটো পেছনের সময় পাড়ি দেয়ার আর একটা ৩ এ পা দিয়ে যাত্রা শুরুর, আলতো হাওয়ায় মোমের শিখাগুলো এমনভাবে নড়ছে – মনে হয় আনন্দের এই মুহূর্তে ওরাও নাচছে।

             অনেক কিছু করার ইচ্ছে রয়েছে আগামীতে – সবেমাত্র ৩ এ পা দিয়েছি। পথ চলতে চলতেই তোমাদের বলব অন্তরে লুকিয়ে থাকা সুপ্ত স্বপ্ন গুলোর কথা। কাছে, দূরের সব বয়সের সব বন্ধুদের আমার জন্মদিনের ভালোবাসা রইল। রথ, খারচি, ঈদুল ফিতুরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ৩ এ দিলাম পা – এবার টা… টা…।

                                ইতি তোমাদের বন্ধু “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*