বাধারঘাট মাতৃপল্লীতে ত্রিপুরা তপশিলী জাতি সমিতির জনসভা Posted on September 6, 2014 by santanu99 — No Comments ↓ দেবজিত চক্রবর্তী, আগরতলা,০৬ সেপ্টেম্বর ।। ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির বাধারঘাট অঞ্চল কমিটি শনিবার এক জনসভার আয়োজন করে মাতৃপল্লীতে। দাবী পূরনের আহ্বানে সমিতির সভ্য সমর্থকরা বিভিন্ন স্থান থেকে মিছিল করে জন সভা স্থলে যোগদান করে।