আগরতলা, ১০ জুলাই ।। ক্যানন ইন্ডিয়া উত্তর পূর্বাঞ্চলে তাদের ব্যবসাকে আরো দৃঢ় করতে শুক্রবার আহরতলা রামনগর ২নং রোডে চালু হল ক্যানন ইমেজ স্কোয়ারের শোরুম। এই স্টোরে ফোটোগ্রাফি থেকে হোম প্রিন্টিং সলিউশনের যাবতীয় প্রোডাক্ট পাওয়া যাবে বলে জানান ক্যানন ইমেজ স্কোয়ারের কর্ণধার নন্দেশ দাশগুপ্ত। ক্যানন ইমেজ স্কোয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ক্যানন ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর অ্যান্ডরু কোহ।