শহরে গৈরিক মিছিল – মেলাঘর কান্ড নিয়ে মূখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন

bjpদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ জুলাই ।। ভারতীয় জনতা পার্টি সহ শাখা সংগঠনগুলো ত্রিপুরায় ভোটের প্রবনতার গাণিতিক হিসেব থেকেই তৎপরতা বৃদ্ধিতে সচেষ্ট হয়েছে। সংবাদ সূত্রে প্রকাশ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্যরা রাজ্যের নানা প্রান্তে দলের শেকড় বিস্তারে নেমে পড়েছে, স্বভাবতই এই কর্মকাণ্ডের দিকে সতর্ক দৃষ্টি রাখছে ক্ষমতাসীন দল। সাম্প্রতিক সময়ে নলছড়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কর্মকাণ্ডে ঐ অঞ্চলের বিধায়ক তপন দাসের ভূমিকার তীব্র সমালোচনা করেছে বিজেপি’র রাজ্য শাখা। শনিবার, নলছড় কান্ডে মূখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও তপন দাসকে গ্রেপ্তার করার দাবী নিয়ে শহরে গেরুয়া সমর্থকরা মিছিল করে মূখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনের উদ্দেশ্যে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিল শুরু হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সন্মুখ থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*