প্রবাহমান শিক্ষা অক্ষরজ্ঞান সম্পন্ন করেছে শিক্ষা বঞ্চিত মানুষদে

psদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ জুলাই ।। শিক্ষার সূচকে এই ভারতবর্ষে ক্ষুদ্র রাজ্যের অবস্থান তালিকার একেবারে শীর্ষস্তরে। কেন্দ্রীয় তথা রাজ্যের বিভন্ন শিক্ষাক্রমের মধ্য দিয়ে উপকৃত হচ্ছেন শিক্ষার অঙ্গন থেকে দূরে থাকা মানুষেরা । কথায বলে শিক্ষার শেষ নেই – সেই সত্য মূর্ত হয়ে উঠে যখন দেখা যায় শিক্ষার টানে বয়স্ক মহিলা পুরুষেরা প্রবহমান শিক্ষার সুযোগে জীবনকে নতুন শিক্ষা দিতে উদগ্রীব হয়ে উঠেন। শনিবার, গোটা রাজ্যে প্রবহমান শিক্ষাক্রমের তৃতীয় শ্রেনীর পরীক্ষায় বসেন বয়স্ক পড়ুয়ার। আগরতলা শহরের ২৫নং ওয়ার্ডের রামঠাকুর পাড়ায় অবস্থিত অঙনওয়াড়ী কেন্দ্রে প্রবহমান শিক্ষাক্রমের তৃতীয় শ্রেনীর পরীক্ষায় বসেন বয়স্ক পড়ুয়ারা । প্রশ্নপএেই উওর দেয়ার আগ্রহের ছবিতে প্রমান হয়েছে প্রবহমান শিক্ষার প্রবাহে সার্বিকভাবে মানুষ শুধু স্বাক্ষর দেয়াই শিখছেন না অক্ষরজ্ঞান সমপন্ন হয়ে আক্ষরিক অর্থে জীবনের হিসেব নতুন করে করতে পারছেন। আগরতলা ২৫নং পুর ওয়ার্ডে মোট ১৬জন বয়স্ক পরীক্ষার্থী তৃতীয় শ্রেনীর পরীক্ষায় অংশ নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*