নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ।। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারনেট পরিষেবায় ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হয় শনিবার। কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ইন্টারনেট পরিষেবায় ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ইন্টারনেট পরিষেবায় বাংলাদেশের কক্সবাজার বঙ্গোপসাগর সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চলেছে। এতে ইন্টারনেট পরিষেবায় বিশাল পরিবর্তন আসবে। এই প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন এই প্রকল্প ভারত-বাংলাদেশ, বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক প্রতীক। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য প্রযুক্তি মন্ত্রী তপন চক্রবর্তী, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, বি এস এন এল –এর সি এম ডি অনুপম শ্রীবাস্তব, সি জি এম (এন ই-১) ডি পি সিং সহ অন্যান্যরা।