জাতীয় ডেস্ক ।। জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরের ‘লাইন অব কন্ট্রোল’ (এলওসি) ভাঙার চেষ্টা করার সময় তিন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। শনিবার রাতে প্রহরারত অবস্থায় ভারতীয় সেনারা জঙ্গিদের এলওসি পার হওয়ার বিষয়টি টের পেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।