দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ জুলাই ।। মাননীয় হাইকোর্ট কর্তৃক আইনে ৩ জন যাত্রী অটোতে চলার বিধান দেয়া হয়েছে। হাইকোর্টের রায়ে যাত্রী সাধারনের মধ্যেও স্বস্তি এসেছিল অনেকেই ভেবেছিলেন আগে পিছে বসে অটো চলার দিন শেষ। হাইকোর্টের রায়ে দমবন্ধকর অবস্থায় অটো চলার ছবিতে পরিবর্তন হয়েছে। কিন্তু যেখানে আইনি বিধানে ৩+১ অর্থাৎ চালক সহ তিনজন যাত্রী পরিবহনের কথা সেখানে পথ চলতি অটোতে দেখা যাচ্ছে সামনে বসে ট্রাফিকের সামনে দিয়েই অটো যাচ্ছে। আইন ভাঙ্গার এই প্রবনতা দেখে অনেকেই বলছেন অটোর চাইতে বড় গাড়ী ধরলে নাকি কামাই বেশী।