জাতীয় ডেস্ক ।। পিছিয়ে পড়া সম্প্রদায়ের শত্রু বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। একইসঙ্গে মোদীকে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকে তো জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ করুন।
এমনিতেই বিহারে বিজেপির বিরুদ্ধে নীতীশ-লালু্ জোট করেছেন। তাঁদের পাশে রয়েছে কংগ্রেসও। নরেন্দ্র মোদী ও অমিত শাহ— দু’জনের কাছেই বিহারের ভোট তাই ‘অ্যাসিড টেস্ট’। অনেকেরই ধারণা, এই পরিস্থিতিতে জাতিগত গণনার হিসেব প্রকাশ করে লালু-নীতীশের হাতে নতুন হাতিয়ার তুলে দিতে চাননি মোদী-অমিত। কারণ জাতপাত ও অর্থনীতির ভিত্তিতে ভেদাভেদ প্রকাশ পেলে আখেরে সুবিধা হবে লালু-নীতীশদেরই।
এদিন সেই বিষয়টিকেই হাতিয়ার করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদী দাবি করেন তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত। কিন্তু আসলে তিনি এই সম্প্রদায়ের শত্রু। আমি তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি সত্যিই তিনি নিজে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে উঠে আসেন, তাহলে অবিলম্বে জাতিগত গণনার হিসেব প্রকাশ করুন।’
তাঁর প্রশ্ন, পূর্বতন ইউপিএ সরকারের এই জনগণনা আমাদের (আরজেডি) দাবি অনুযায়ী এই প্রকল্প শুরু করেছিল। সেখানে এই সরকার তা আটকে রেখে কী স্বার্থসিদ্ধি হাসিল করার চেষ্টা করছে? সম্প্রতি, দেশের প্রথম আর্থ-সামাজিক ও জাতিগত জনগণনার রিপোর্ট করলেও কোন জাতের মানুষ অর্থনৈতিক বা সামাজিক ভাবে কী অবস্থায় রয়েছেন, সেই তথ্য আপাতত প্রকাশ করেনি নরেন্দ্র মোদী সরকার।