স্বাক্ষরতা জীবনের নতুন সূর্যোদয়

Education-Bangladeshদেবজিত চক্রবর্তী, আগরতলা, সেপ্টেম্বর ।।  বৃত্তাকারে ঘুরছে মানুষের জীবন। প্রতিটি পদক্ষেপেই রয়েছে যোগ বিযোগের যোগাযোগ। আমার জীবনের হিসাব যদি অন্যকে করে দিতে হয় – তার চাইতে পরিতাপের কিছু নেই। আপনার জীবনের পথ চলার অঙ্ক কষতে হবে আপনাকেই, নইলে প্রতিমুহূর্তে প্রতারিত হতে হবে। অক্ষর জ্ঞান সম্পন্ন হোন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হোন – আঙ্গুলের কালিতে নয়, জীবনের হিসেব বুঝে নেবেন কলমের কালিতে। ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসেই হোক জীবনের নতুন সূর্যোদয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*