আন্তর্জাতিক ডেস্ক ।। অতিসচেতন ও সন্দেহপ্রবণ মার্কিন নীতিনির্ধারণ ও জনগণের কাছে ইরানের সাথে পশ্চিমাদের পরমাণু চুক্তির যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মধ্যপ্রাচ্যে ভবিষ্যতে আরো যুদ্ধের সম্ভাবনা এবং পরমাণু অস্ত্র বৃদ্ধির প্রতিযোগিতা এড়ানোর সবচেয়ে ভালো উপায় এই পরমাণু চুক্তি। বুধবার যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে একথা বলে ওবামা। রয়টার্স জানিয়েছে, তেহরানের পরমাণু কর্মসূচির পরিধি কমিয়ে আনার শর্তে প্রশাসনটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে গত মঙ্গলবার ভিয়েনায় ইরানের সাথে ছয় পশ্চিমা পরাশক্তি চুক্তিতে পৌঁছালে মার্কিন ভূমিতে সৃষ্ট সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। ওবামা বলেন, ‘চুক্তি ছাড়া ইরানের পরমাণু কর্মসূচির ওপর কোনো সীমা আরোপ করা সম্ভব হতো না এবং তাতে পারমাণবিক বোমা তৈরির কাজে আরো এগিয়ে যেত ইরান… চুক্তি ছাড়া মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধক্ষেত্র সৃষ্টির ঝুঁকি নিতে হতো আমাদের।’ যুক্তরাষ্ট্র যদি চুক্তির সুযোগ না নিতও, তাহলে ‘ভবিষ্যৎ প্রজন্মের বিচার কঠিন হতো’ বলেও মন্তব্য করেন তিনি। এই চুক্তির ফলে অনেকাংশেই ওবামার জয়জয়কার চলছে। এই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকাকালীন শত্রু দেশ ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে পেরেছেন। তবে ২০০৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর তার পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় ‘জুয়া খেলা’, অর্থাৎ ঝুঁকি হিসেবেও দেখা হচ্ছে বিষয়টিকে। মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের আধিপত্যজনিত সংকটকে টেক্কা দিতে এবং ইসরায়েল ও সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের সাথে এই চুক্তির বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য আশ্বস্ত করতে বর্তমানে হোয়াইট হাউজে থেকে তীব্রভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওবামা।