বাংলাদেশের সাথে সীমান্ত বন্ধে কেন্দ্রীয় সরকার ও আসাম সরকারকে নির্দেশ

ksজাতীয় ডেস্ক ।। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ হিসেবে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশের সাথে দেশের সীমান্ত বন্ধ করে দেয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও আসাম সরকারকে নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়, ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ রোধে গৃহীত নীতিমালাগুলো যথেষ্ট কার্যকর নয়। সর্বভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, সীমান্ত এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিশনার নিয়োগ দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। ওইকমিশনারের সম্প্রতি জমা দেয়া এক প্রতিবেদনের ভিত্তিতে এ রায় দেয়া হয়। গত মে মাসে আদালত অ্যাডভোকেট হাজারিকাকে কমিশনার নিযুক্ত করেছিলেন। প্রতিবেদনটি পর্যালোচনা করে সুপ্রিম কোর্টের বিচারক রঞ্জন গগৈ ও রহিন্তন এফ নরিম্যান মত দেন, পরিস্থিতি মোকাবেলায় ভারত সরকার যেসব পদক্ষেপ নিয়েছে- তা যথেষ্ট নয়। আদালতের ওই বেঞ্চ থেকে আরো বলা হয়, আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়নি। অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও সীমান্তরক্ষী মোতায়েন করা হয়নি। এ কারণে কেন্দ্রীয় সরকার ও আসাম রাজ্য সরকারকে সীমান্ত বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হচ্ছে। আদালত সরেজমিনে পরিস্থিতি অবলোকনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমান্তে পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টের তরফ থেকে অন্য এক রায়ে বাংলাদেশের দিকে ইঙ্গিত করে বলা হয়, যেসব মানুষের আসামে বসবাস করার অধিকার নেই- তাদের কারণে আসামের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সম্প্রীতি বিনষ্ট হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*