আগরতলা, ১৬ জুলাই ।। সরকারী দপ্তরে কর্মরত এক অবিবাহিত মহিলাকে উত্যক্ত করার অভিযোগে দীপঙ্কর দে (৪২) নামে এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার অফিস শেষে বাড়ি ফেরার পথে ঐ যুবক জয়নগর ২নং গলির মুখে হাত ধরে টানাটানি করে। তারপরই আগরতলা পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ঐ মহিলা। অভিযুক্ত পায়ই নাকি বিরক্ত করত ঐ জনৈক মহিলাকে। পুলিশ ঘটনার তনন্ত করছে। জানা গেছে, অভিযুক্ত এই দীপঙ্কর দে এখনও পলাতক, অভিযুক্ত কে গেফতার করতে পারেনি পুলিশ।