আগরতলা, ১৬ জুলাই ।। রাজনীতির অঙ্গনে যে কোনো রাজনৈতিক দলের থাকে বিভিন্ন শাখা সংগঠন, তেমনি সংগঠন DYFI ও TYF । বামপন্থী ভাবাদর্শে বিশ্বাশী DYFI এবং TYF ভারতে বিশেষ করে যুব মানসে বামপন্থী ভাবাদর্শ প্রচার থেকে শুরু করে দেশের বিভিন্ন সমতা নিয়ে DYFI আন্দোলন, সংগ্রামে অংশ নিয়ে থাকে। বৃহস্পতিবার, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, ধর্মীয় উন্মাদনার অপচেষ্টার প্রতিবাদে পথ হাঁটলেন DYFI এবং TYF। মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বৃহস্পতিবার বিকেলে DYFI এবং TYF-র এই মিছিল শুরু হয়। মিছিলে DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন DYFI এবং TYF-র সভ্য সমর্থকরা।