হচ্ছে কঠোর আইন, সঙ্গে থাকবে ফাইন – প্লাষ্টিক ব্যবহারে

Untitled-2দেবজিত চক্রবর্তী, আগরতলা, সেপ্টেম্বর ।।  বিষ খেলে মৃত্যু – জানা সত্ত্বেও বিষপানে মানুষের মৃত্যু হচ্ছে। এ যেন অনেটা ‘আমি জেনে শুনে বিষ করছি পানে’র মত। বলছি অপচনশীল প্লাষ্টিক ব্যবহারের ক্রমবর্ধমান প্রবনতার কথা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুরসভা প্লাষ্টিক ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সচেতন করার বহু প্রয়াস করেছে। কিন্তু হুঁশ ফেরেনি মানুষের। এবার কথায় নয়, কঠোর আইন প্রয়োগ করতে যাচ্ছে প্রশাসন। বলা যায় প্লাষ্টিক ব্যবহারে এবার প্রশাসন ঢ়াল, তরোয়াল নিয়ে ময়দানে অবতীর্ণ হতে যাচ্ছে। আজকাল ব্যাগের বদলে যারা পকেটে পুরে পলিব্যাগ নিয়ে বাজারে যাচ্ছেন – ধীরে ধীরে অভ্যাস পাল্টে ফেলুন। কাল থেকেই শুরু হচ্ছে অভিযান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*