আগরতলা, ১৮ জুলাই ।। শুক্রবার সন্ধ্যার পর রানীরবাজার থানাধীন কারিবন এলাকায় একটি বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারায় এক ব্যাক্তি, অন্য আরেকজনকে জিবি হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার মধ্যরাতে ঐ ব্যাক্তিও প্রান হারায়। মৃত দুই ব্যাক্তির নাম দিলীপ কুমার দেববর্মা (৪৯) এবং রতন কুমার সাহা (৫০)। জানা যায় TR 01 K 8985 নম্বরের বাইক নিয়ে খুমলুং থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।