বাইক দুর্ঘটনায় মৃত দুই

accedentআগরতলা, ১৮ জুলাই ।।  শুক্রবার সন্ধ্যার পর রানীরবাজার থানাধীন কারিবন এলাকায় একটি বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারায় এক ব্যাক্তি, অন্য আরেকজনকে জিবি হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার মধ্যরাতে ঐ ব্যাক্তিও প্রান হারায়। মৃত দুই ব্যাক্তির নাম দিলীপ কুমার দেববর্মা (৪৯) এবং রতন কুমার সাহা (৫০)। জানা যায় TR 01 K 8985 নম্বরের বাইক নিয়ে খুমলুং থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*