দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ জুলাই ।। রথযাত্রা উৎসবে কঁচিকাঁচারা ছোট বেয়ারিং দিয়ে রথ বানিয়ে শহরের রাজপথ থেকে অলিগলিতে পরিস্কার ছবি এবারেও দেখা গেছে শহরে। ছোট মাপের জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে নিয়ে পথ পাড়ি দেয়া রথ থামিয়ে অনেকেই দক্ষিনা দিয়ে প্রনাম করে পূণ্যের কাজ সমাধা করেছেন। ভগবান ছোট কিংবা বড় – আশীর্বাদে কার্পণ্য করবেন না। তাই বড় রথের দড়ি টানলে যে পূণ্য ছোট রথের দড়ির টানেও একই ফল – বেয়ারিংয়ের রথের দড়ি টেনে অনেক ভক্ত জগন্নাথের জয়ধবনিতে মনের বাসনা পৌঁছে দিয়েছেন।