দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ জুলাই ।। ভগবানের অস্তিত্ব ভক্তের আবাহনে – লাখো ভক্তের পদচারনায় আর জগন্নাথের জয়ধ্বনিতে জাগ্রত পূন্যধাম পুরী যুগের জটিলতার মধ্যেও আপন মহিমায় মহিমাম্বিত। জগন্নাথ ধামের এই রথযাত্রা উৎসবের সঙ্গে জড়িত এই ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি থেকে পরম্পরা। শ্রাস্ত্রে উল্লেখ রয়েছে ভগবান জগন্নাথের গুন্ডিচা আগমন উপলক্ষ্যে এই উৎসব পালন করা হয়। সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে গুন্ডিচা মন্দিরে নেয়া হয় – সেখানে ৭ দিন অবস্থানের পর হয় ফেরা রথ। রথযাত্রায় যে রথে চড়ে ভগবান জগন্নাথ পুরীতে পথ পরিক্রমা করে প্রতিবছর বিশেষ গাছের কাঠ দিয়ে তৈরী হয়। দেশ, বিদেশের লক্ষ, লক্ষ ভক্তপান মানুষ রথের দড়ি ছুঁয়ে পুণ্য সঞ্চয়ের জন্য ব্যাকুল হয়ে উঠে। ভগবান জগন্নাথের জয়ধ্বনি, শঙ্খ, ঘন্টা, ঢোল কাসরের বিদীর্ণ শব্দের প্লাবিত হয় পূন্যভূমি ভারতবর্ষ। মাসীর বাড়ীতে অবস্থানের সময় ভগবান জগন্নাথকে বিশেষ পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় যা জগন্নাথের সবচাইতে প্রিয়। দিনে দিনে জগৎ পরিবর্তন হলেও জগন্নাথের নাকে লক্ষ লক্ষ ভক্তপ্রান মানুষের ভগবান আবাহনের এই ছবিতে কোনো পরিবর্তন নেই চিরায়ত, শ্বাশ্বত, জাগ্রত জগন্নাথধাম উদ্ভাসিত পবিত্র পূন্যভূমির ছবিতে।