দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ জুলাই ।। প্রতিবছরের মতো ত্রিপুরার নানা প্রান্তে উচ্ছাস আনন্দ শ্রদ্ধা ভক্তিতে পালিত হয়েছে রথযাত্রা। আগরতলার জগন্নাথ জীউ মন্দিরের সামনে থেকে সুদৃশ্য রথযাত্রায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয় – সংকীর্তন, জয় জগন্নাথ ধ্বনি, খুল কর্তাল, কীর্তনের সুর অন্যরকম আবহের সৃষ্টি করে। আবাল, বৃদ্ধ, বনিতার কেউ যখন রথ থেকে ছুঁড়ে দেয় কলা, বাতাসা, প্রসাদ কুড়ুতে ব্যস্ত ছিলেন আবার একই রকম ভাবে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় অন্তত একবার রথের দড়ি স্পর্শ করে পূণ্য অর্জনের। জগন্নাথের রথযাত্রা উৎসবে এবারেও মেলায় হরেক রকম পসরা নিয়ে দু’চার পয়সা রোজগারের আশায় ব্যবসায়ীরা বসেযান। জগন্নাথ থেকে জিলিপি সবই ছিল মেলায়।