দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ জুলাই ।। জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উন্মুক্ত অল ত্রিপুরা উন্মুক্ত দাবা প্রতিযোগীতা শুরু হয়েছে ১৮ই জুলাই (শনিবার), প্রতিযোগীতার পরিসমাপ্তি রবিবার, উল্লেখ্য নবদিগন্তের এই দাবা প্রতিযোগীতা এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। প্রাইজমানি হিসেবে প্রথম পুরুস্কার ২০০০ টাকা, দ্বিতীয় ১৫০০ টাকা, তৃতীয় ১২০০ টাকা, চতুর্থ ১০০০ টাকা এবং পঞ্চম স্থানাধিকারীকে ৮০০ টাকা প্রদান করা হবে। ৫ রাউন্ডের এই দাবা প্রতিযোগীতা উদ্বোধন হয় শনিবার, সমাপ্তি রবিবার। জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এই দাবা প্রতিযোগীতায় ৬-৯, ৯-১১ এবং ১১-১৩ বছর বয়সী দাবাড়ুরা অংশ নিয়েছে। দ্বিতীয় বর্ষে প্রায় ৫০ জন দাবারু এই প্রতিযোগীতায় অংশ নেবে বলে জানা গেছে ক্লাব সূত্রে। দু’দিন ব্যাপী নবদিগন্তের এই দাবা প্রতিযোগীতা নিয়ে এলাকার ক্রীড়ামোদীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।