বিপদসীমায় বয়ে চলা হাওড়ায় কিছুটা ভাটা পড়ছে, নয়টি স্থানে শিবির

river.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই ।।  যে হাওড়া গ্রীষ্মের খরতাপে জলহীন শুষ্ক হয়ে নিজেই তৃষ্ণায় হাহাকার করে, ভরা বর্ষায় সেই হাওড়া ভয়ঙ্কর রুপে নদীর পারে বসত করা মানুষদের মনে ভীতির সঞ্চার করে। সাম্প্রতিক সময়ের অবিশ্রান্ত বৃষ্টি পাতে হাওড়া দু-কুল ছাপানো পরিস্থিতিতে চেনা হাওড়ার এ হচ্ছে অন্যরুপ। সাম্প্রতিক সময়ের ভারী বর্ষণে প্লাবিত হল শহর থেকে শহরতলির বিস্তীর্ণ এলাকা। শরণার্থী হয়েছেন ৩৫০০ –এর উপর মানুষ। রবিবার সারাদিন জাতীয় সড়কে চলেনি কোনো যানবাহন। হাওড়ার জল রবিবার রাত পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছিল। রাজধানীর দক্ষিন জয়পুর ১০নং ওয়ার্ডের ৩টি পরিবারের বসতঘর হাওড়ার গর্ভে তলিয়ে গেছে রবিবার ভোররাতে। সোমবার, বিপদসীমায় বয়ে চলা হাওড়ায় কিছুটা ভাটা পড়ছে। নদীতে জলস্তর ধীরে ধীরে কমছে। রাজধানীর শহর, শহরতলীর প্লাবিত এলাকাবাসীর জন্য নয়টি স্থানে শিবির করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*