দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ জুলাই ।। সোমবার বিকেল ৫টা নাগাদ শহরের বীরেন্দ্র ক্লাবের সামনে DYFI কর্মী সুমিৎ দেববর্মার উপর চড়াও হয় কতিপয় দুষ্কৃতি, মারধোর করে সুমিৎ দেববর্মার সোনার চেন হাতিয়ে নেয় দুষ্কৃতিরা। জানা গেছে, সুমিৎ দেববর্মা মেলারমাঠের কোয়াটারের বাসিন্দা। এই ঘটিনার পরেই DYFI মেলারমাঠ অঞ্চল কমিটি এবং এলাকাবাসীর তরফে দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবীতে পশ্চিম থানায় F.I.R. করা হয়েছে।