দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ জুলাই ।। সোমবার দেশজুড়ে বাম দলগুলো কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মসূচী পালন করেছে। বাম দলগুলোর তরফে তীব্র কটাক্ষ করে বলা হয়েছে এবছরেই সুশাসনের প্রতিশ্রুতি ব্যূমেরাং হয়ে নানা কেলেঙ্কারীর জন্ম দিয়েছে। আই পি এল থেকে ব্যাপম সহ নানা ঘটনায় দুর্নীতির বাড়বাড়ন্তে বামদলগুলো কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। শহরেও দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে বামফ্রন্টের তরফে পথ মিছিল জমায়েত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ সভায় ভাষন দিতে গিয়ে বক্তারা প্রধানমন্ত্রীর সুদিনের বিপরীতে দূর্নীতির ব্যাখায় কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বামফ্রন্টের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েতে ভাষন দিয়েছেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন বিধায়ক পবিত্র কর।