আন্তর্জাতিক ডেস্ক ।। ১৬ লক্ষ কিলোমিটার দূর থেকে পৃথিবীর প্রথম সূর্যকরোজ্জ্বল ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যা দেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টুইট করলেন, ‘আমাদের একমাত্র গ্রহ।’ পৃথিবীর ওই ছবিগুলো তুলেছে মহাকাশে ভ্রাম্যমাণ নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজার্ভেটরি (ডিসকভার)-এর লাগানো আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরা (এপিক)। নাসার তরফে জানানো হয়েছে, ছবিগুলো গত ৬ জুলাই তোলা হয়েছে। সেখানে মরুভূমি, নদী-প্রণালী ও বিভিন্ন ধরনের মেঘ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবিগুলো দেখে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের সরকারি টুইটার অ্যাকাউন্ট (@POTUS) থেকে তিনি লিখেন, ‘এই মাত্র নাসা থেকে নীল মার্বেলের ছবি পেলাম। সঙ্গে এক সুন্দর সতর্কতা, আমাদের এই একমাত্র গ্রহটাকে রক্ষা করতে হবে।’ নাসা জানিয়েছে, ন্যারো-ব্যান্ড ফিল্টার ব্যবহার করে মোট ১০টি ছবি তুলেছে এপিক। ছবিগুলো অতিবেগুনি থেকে অবলোহিত— বিভিন্ন স্তরে বিভক্ত। সেগুলোকে যুক্ত করেই এই ছবি তৈরি করা হয়েছে। নাসার অধিকর্তা চার্লস বোল্ডেন জানান, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন লাগে, ছবিগুলোই তার শ্রেষ্ঠ নিদর্শন। ডিসকভার-এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জলবায়ু পরিবর্তন ধরা যাবে।