দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২১ জুলাই ।। খারচী উৎসবকে সর্বাঙ্গীণ সফল করতে ব্যস্ততার শেষ পর্যায়ে মেলা কমিটির কর্মকর্তারা। খারচী উৎসবের মেলে কমিটির চেয়ারম্যান বিধায়ক পবিত্র কর বলেছেন এবার পূণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে। মেলায় এবার ৯৮০টি স্টল লটারির মাধ্যমে বিলি করা হয়েছে, এছাড়াও থাকছে সরকারি স্টল ২৮টি এবং অন্যান্য স্টল থাকবে ২০টি জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান।