সিরিয়ায় আল কায়দার শীর্ষ নেতা নিহত

altআন্তর্জাতিক ডেস্ক ।। মার্কিন বিমান হামলায় আল কায়দার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। উত্তর সিরিয়ায় আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীনর হামলায় আল কায়দার খোরাসান গ্রুপের প্রধান মুহসিন আল ফাধলির মৃত্যু হয়েছে বলে দাবি পেন্টাগনের৷গত ৮ জুলাই সিরিয়ার সারমাদা অঞ্চলের পাশে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিমান হামলায় তিনি নিহত হন বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন একটি বিবৃতিতে বলেন, আল-কায়েদার যেসব নেতা নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার বিষয়ে আগে জানতেন, আল-ফাধলি তাঁদের একজন। গত বছর সেপ্টেম্বরে আল-ফাধলি যুক্তরাষ্ট্রেও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এর আগে খোরাসান গোষ্ঠী সম্পর্কে কিছুই জানত না কেউ। জানা যায়, গোষ্ঠীটি আফগানিস্তান ও পাকিস্তানের আল-কায়েদার প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত। জিহাদিদের রিক্রুট করতে আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি তাঁদের সিরিয়া পাঠিয়েছেন। আল-কায়েদাকে ধরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৭০ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*