নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ।। বুধবার, কাঠালিয়া ব্লকের পঞ্চায়েত সমিতি হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই পর্যালোচনা সভায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের পাশাপাশি সমাজ কল্যান ও সমাজ শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল ও স্বাস্থ্যবিধি, বিদ্যুৎ, পূর্ত প্রভৃতি দপ্তরের মাধ্যমে যেসব উন্নয়নমূলক কাজকর্ম পরিচালিত হচ্ছে তা নিয়ে পর্যালোচনা করা হয়। কাঁঠালিয়া ব্লকের পঞ্চায়েত সমিতি হলে এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিপাহীজলা জেলের জেলা শাসক পি কে চক্রবর্তী, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।