দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ জুলাই ।। যথাযথ শ্রদ্ধা ভক্তিতে রাজ্যে পালিত হয়েছে উল্টো রথ। গুন্ডিচা মন্দির ছেড়ে জগন্নাথ, বলরাম, শুভদ্রার ফিরতি যাত্রাতেও ভক্তের উচ্ছাস ছিল অন্তহীন। জগন্নাথ জীউ মন্দির রুপ নেয় অন্য ছবিতে, পূণ্যার্থীর ভীড় ছিল লক্ষনীয়। শহরের রাস্তায় মিনি জগন্নাথ, বলরাম, শুভদ্রা চলেছেন বেয়ারিংয়ের রথে এই দৃশ্যও দেখা গেছে।