নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ।। ঋতু বৈচিত্রের মতো এক একটা উৎসব ভিন্ন মাত্রা নিয়ে হাজির হয়। চতুর্দশ দেবতার মন্দিরে খারচী উৎসব কোনো এক সময় রাজ্যের উপজাতি সম্প্রদায়ের পূজো হিসাবেই বিবেচিত হত। সময়ের পথ পাড়ি দিয়ে ‘খারচী উৎসব’ বর্তমানে রাজ্যের সব ধর্মের মানুষের অংশগ্রহনে পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত হয়েছে। জাত, পাত, ধর্মের বালাই বহু আগেই বিদায় নিয়ে খারচী উৎসব মিনি ভারতের চেহারা নিয়েছে। শুক্রবার, সাতদিন ব্যাপী খার্চি উৎসব ও মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। খয়েরপুরের কৃষ্ণ মালা মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতদিন ব্যাপী এই খার্চি মেলার উদ্বোধনের পর রাজ্যপাল চৌদ্দ দেবতা মন্দির পরিদর্শন করেন। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TTAADC –র CEM রাধাচরন দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধানসভার উপাধক্ষ্য পবিত্র কর সহ অন্যান্যরা।