গল্ফে বিশ্ব চ্যাম্পিয়ন ১০ বছরের শুভম

sprখেলাধুলা ডেস্ক ।। গল্ফে বিশ্বের নজর কাড়লেন ভারতের শুভম জাগলান। লাসভেগাসে জুনিয়র গল্ফ ইভেন্ট চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে ১০ বছর বয়সী এই গলফার। জুনিয়রদের বিশ্ব গল্ফ চ্যাম্পিয়নশিপ জিতেছে শুভম। দুধওয়ালার ছেলে, গল্ফে বিশ্ব চ্যাম্পিয়ন। তাও আবার দু সপ্তাহের মধ্যে দ্বিতীয় খেতাব জয়। রূপকথার গল্প নয়। এটাই বাস্তব। হরিয়ানার ১০ বছরের শুভম জাগলান। ছোট্ট এই ছেলের আকাশ ছোঁয়া সাফল্যে হতবাক দেশের মানুষ। লাসভেগাসে জুনিয়র গল্ফ ইভেন্ট চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে শুভম। সেই পাঁচ বছর বয়স থেকে গল্ফ খেলা শুরু করেছিল। হরিয়ানার প্রত্যন্ত গ্রামে থাকায় সব সুযোগ সুবিধা পেত না ছোট্ট শুভম। চাষের জমিতেই অনুশীলন করত। নানা প্রতিকুলতার মধ্যেও শুভমকে তাঁর পরিবার প্রেরণা জুগিয়ে গেছে। কোচ এবং পরিবারের জন্যই তাঁর স্বপ্ন সত্যি হয়েছে বলে জানিয়েছেন শুভম। নিজের আইডল টাইগার উডসের সঙ্গে দেখা করতে চায় এই খুদে গলফার। সূত্র – ২৪ ঘন্টা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*