গোপাল সিং, খোয়াই, ২৫ জুলাই ।। মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রাণ গেল এক রাজমিস্ত্রি শ্রমিকের। নিহত শ্রমিকের নাম শক্তি দেববর্মা। বয়স ছাব্বিশ। বাড়ী খোয়াই থানাধীন সোনারাই বাড়ী। পেশায় রাজমিস্ত্রি ম্রমিক শক্তি দেববর্মা আমপুড়া এলাকায় এক বাড়ীতে কাজ করতে আসে শুক্রবার সকালে। কাজ সেরে রাতে বাইসাইকেলে করে বাড়ী ফিরছিল। দূর্ঘটনার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ভিজেই শক্তি দেববর্মা আমপুড়া-বাইজালবাড়ী সড়ক ধরে বাড়ী যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দূর্ঘটনার পর রক্তাক্ত অবস্থাতেই রাস্তায় পড়ে থাকে। রাত দশটা নাগাদ ঐ পথ ধরে কয়েকজন পথচারী যাবার সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা শক্তিকে দেখতে পায় এবং খোয়াই দমকল কর্মীদের খবর দেয়। পরে গুরুতর জখম অবস্থায় শক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরনের ফলেই গভীর রাতে রাজমিস্ত্রী শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়ে। শনিবার সকালেই বাইজাল বাড়ী ফাঁড়ির পুলিশ শক্তির পরিবারকে ঘটনা জানায়। পুলিশ জানায় গাড়ী না বাইক শক্তিকে চাপা দিয়েছে তা পরিষ্কার নয়। ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে যাদের দ্বারাই এই দূর্ঘটনাটি ঘটেছে, তাদের নৈতিক দায়িত্ব বোধটাই নেই। কি করে একটি জ্বলজ্যান্ত মানুষকে এভাবে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রেখে কেউ চলে যেতে পারল? মৃত্যুযন্ত্রনায় কাতরাতে কাতরাতে এই শ্রমিককে বিনা দোষেই প্রাণ দিতে হলো। কাউকে পেলনা সাহায্যের জন্য। হয়তো বা সঠিক সময়ে চিকিৎসা হলে এই শ্রমিক প্রাণে বেঁচে যেতে পারতো!