খোয়াই নদীর জলে পচাগলা মহিলার মৃতদেহ উদ্ধার

khdগোপাল সিং, খোয়াই, ২৫ জুলাই ।। পহরমুড়া পঞ্চায়েতের চকবের গ্রামে খোয়াই নদীর জলে পচাগলা এক মহিলার মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা শনিবার। ঘটনার খবর পেয়ে খোয়াইয়ের এসডিপিও এবং ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। পুলিশ পৌছে মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে। তবে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে হত্যা করে বেশ কয়েকদিন পূর্বেই খোয়াই নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। মহিলার হাতে শাঁখা ও গলায় তুলসীর মালাও রয়েছে। দীর্ঘদিন নদীর জলে থাকার ফলে জলের প্রাণীরা মৃতদেহটি বহুলাংশেই খেয়ে ফলেছে। শনিবার সকালে চকবের এলাকার মানুষ হঠাৎ দেখতে পায় খোয়াই নদীর পাড়ে একটি মৃতদেহ আটকে আছে। বেশ কয়েকদিনের প্রবল বর্ষনে নদীর জলও বৃদ্ধি পেয়েছিল। তবে পুলিশের একটি সূত্রে জানা যায়, খোয়াই নদী থেকে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ সনাক্ত হয়েছে। মহিলার নাম স্বরস্বতী দাস। বয়স ৭৫। বাড়ী তেলিয়ামুড়া থানাধীন দক্ষিন পুলিনপুর। গত ২০-০৭-১৫ তারিখে বাড়ীর পাশে নদীতে স্নান করতে গিয়ে জলের তলিয়ে গিয়েছিলেন তিনি। ঐ দিন সন্ধ্যায় মহিলার নিখোঁজ ডাইর করে পরিবার। শনিবার তেলিয়ামুড়া পুলিশের সহায়তায় এবং খোয়াই পুলিশ প্রশাসনের ততপরতায় দেহ সনাক্ত হয়। খোয়াই এসডিপিও রাজীব সেনগুপ্ত এবিষয়ে নিশ্চয়তা প্রদান করেন যে লাশটি ঐ মহিলা্রই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*