নজরুল কলাক্ষেত্রে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

Untitled-5দেবজিত চক্রবর্তী, আগরতলা, সেপ্টেম্বর ।।  আন্ধকারে নিমজ্জিত মানুষেরা শুধুমাত্র শিক্ষার অভাবে মাথা গোঁজার ঠাঁই থেকে ফসলের জমি হারিয়েছেন সুদখোর মহাজন, জমিদারের আমলে সাদা কাগজে টিপসই জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে। দিন বদলের পালায় মানুষের সঙ্গে প্রতারনার পুরনো দৃশ্য প্রায় নিঃশেষিত হলেও অক্ষরজ্ঞান বর্জিত মানুষ এখনো ঠগের খপ্পড়ে পরেছেন না বলা যাচ্ছেনা। হাঁটতে গেলে যেমন হোচট খেতে হয়, তেমনি ভুল থেকেই হয় শিক্ষা। দিনে দিনে প্রতারনার শিকার মানুষদের স্বাক্ষর করে তোলার ক্ষেত্রে রাজ্যে বিভিন্ন কার্যক্রম চলছে, পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা রাজ্যের মানুষকেই গর্বিত করবে সন্দেহ নেই।বিশ্বজুড়ে এখানো যে সব মানুষেরা অক্ষর জ্ঞানে স্বাক্ষর হতে পারেননি তাদের জন্যই UNESCO ১৯৬৫ শালে ঘোষনা করে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।

সোমবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠান। উদ্ধোধক এবং প্রধান অতিথি ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, সন্মানীয় অতিথি তথ্যমন্ত্রী ভানুলাল সাহা, সন্মানীয় অতিথি মেয়র প্রফুল্লজিৎ সিনহা, বিশেষ অতিথি প্রধান সচিব শ্রী কে রাজেশ্বর রাও, বিশেষ অতিথি মূখ্য সচিব শ্রী জি কামেশ্বর রাও, সভাপতি হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সভাধিপতি দিলীপ দাস, জেলা শাসক অভিষেক সিং সহ আরো অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২০১৪ সালের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের শ্লোগান হচ্ছে LITERACY AND SUSTAINABLE DEVELOPMENT ।

শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*