দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ জুলাই ।। প্রতিবছরের মতো ত্রিপুরার নানা প্রান্তে উচ্ছাস আনন্দ শ্রদ্ধা ভক্তিতে পালিত হয়েছে উল্টো রথযাত্রা। আগরতলার জগন্নাথ জীউ মন্দিরের সামনে থেকে সুদৃশ্য উল্টো রথযাত্রায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয় – সংকীর্তন, জয় জগন্নাথ ধ্বনি, খুল কর্তাল, কীর্তনের সুর অন্যরকম আবহের সৃষ্টি করে। গুন্ডিচা মন্দির ছেড়ে জগন্নাথ, বলরাম, শুভদ্রার ফিরতি যাত্রাতেও ভক্তের উচ্ছাস ছিল অন্তহীন। জগন্নাথ জীউ মন্দির রুপ নেয় অন্য ছবিতে, পূণ্যার্থীর ভীড় ছিল লক্ষনীয়।