দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ জুলাই ।। ইন্টারনেট পরিষেবা আমূল বদলে যাবে বাংলাদেশের কক্স বাজার থেকে সাব মারিন ক্যাবল লাইন ত্রিপুরায় প্রবেশের পর। আন্তর্জাতিক গেট ওয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সোমবার এই আন্তর্জাতিক গেট ওয়ে তৈরীর বিষয় নিয়ে ICP তে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের টেলি সংযোগের উচ্চ আধিকারিকরা। ইন্টারনেট গেট ওয়ের কাজ দ্রুত সম্পন্ন করার প্রশ্নে দু’দেশের আধিকারিকরাই মত ঐক্য প্রকাশ করেন।