দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ জুলাই ।। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গণ মুক্তি পরিষদের রাজ্য ভিত্তিক সাংগঠনিক কনভেনশন আয়োজিত হয়েছে সোমবার। এই কনভেনশনে রাজ্যে গনমুক্তি পরিষদের নেতৃবৃন্দ ছিলেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গণ মুক্তি পরিষদের কনভেনশনে ভাষণ দিতে গিয়ে CPI(M) নেতৃ বৃন্দা কারাত বলেছেন উপজাতি অংশের সার্বিক বিকাশে ত্রিপুরা দেশকে নতুন দিশা দেখাচ্ছে। এখানেই ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহনের বর্তমান পদ্ধতি কোনো ভাবেই গ্রহনযোগ্য নয়। তিনি আলোকপাত করেছেন বনাধিকার আইন নিয়েও। গণ মুক্তি পরিষদের কনভেনশনে ভাষণ দিতে গিয়ে কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা বলেছেন কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার ফলে উপজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড প্রদান বন্ধ হওয়ার অবস্থায় পৌঁছে গেছে।