২৯ জুলাই মুক্তি পাচ্ছে Windows 10 OS

সূত্র – ২৮ ঘন্টা।

সূত্র – ২৮ ঘন্টা।

তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। মাত্র একদিন পরই মুক্তি পেতে চলেছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম Windows 10। বেশ কয়েক মাস ধরেই আলোচনায় Windows 10 OS। ২৯ জুলাই মুক্তির থেকে যারা উইন্ডোজ ৭ বা তার ওপরের ভার্সন ব্যবহার করছেন তারা নতুন অপারেটিং সিস্টেমে ফ্রিতে আপগ্রেড করতে পারবেন যদি আপনার থাকে আউটলুক বা লাইভ ইমেল আইডি।
জেনে নিন কীভাবে আপগ্রেড করবেন Windows 10 OS-
১. Windows logo বা start বোতামে ক্লিক করে স্টার্ট করুন।
২. এরপর অ্যাপ উইন্ডোতে ‘Reserve your free upgrade’ ক্লিক করুন।
৩. রিজার্ভেশন কনফার্মেশনের জন্য Outlook বা Live দিন।
৪. রিজার্ভ করার পর উইন্ডোজ নিজেই আপগ্রেড করে নেবে।
৫. আপগ্রেড হয়ে গেলে আপনার কাছে নোটিফিকেশন আসবে।
৬. ইনস্টল হয়ে গেলেই আপনি ব্যবহার করতে পারবেন Windows 10 OS।
তবে আপগ্রেড ফ্রি হলেও প্রয়োজন ৩জিবি ডাউনলোড।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*