গৌতম বুদ্ধের সেই গুহা এখন দরিদ্রদের আশ্রস্থল

intআন্তর্জাতিক ডেস্ক ।। গৌতম বুদ্ধ যেই গুহায় ধ্যানে মগ্ন থাকতেন সেই বামিয়ানের পার্বত্য গুহাটি এখন দরিদ্রদের দিনযাপনের একমাত্র স্থান হয়ে পড়েছে। ১৭০০ বছরের এই পরানো গুহাটি ২০০১ সালে তালিবান হানায় সেই বুদ্ধমূর্তিসহ ধ্বংস হয়ে যায়। শূন্য পড়ে থাকে বামিয়ানের এই আদি গুহাটি। তবে এই শুন্যতায় আর বেশিদিন থাকতে হয়নি গুহাটিকে। এখন এই গুহাটি দারিদ্র পিড়িতদের একমাত্র আশ্রস্থলে পরিণত হয়েছে।
সম্প্রতি, আলোর সাজে সেই গুহায় ফিরে এসেছেন করুণাঘন। আর, তার সঙ্গে বামিয়ানের গুহায় আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের দরিদ্র মানুষেরা। আফগান যুদ্ধের পরথেকে সেখানকার লোকেদের দিনযাপন একেবারে করুণ হয়ে পড়েছে। ঠিক যেখানে বুদ্ধ ছিলেন, তার আশে-পাশে বেশ অনেকগুলো গুহা কেটে চলছে সেই দরিদ্র মানুষদের দিনযাপন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*