নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ।। আর্থিক দিক দিয়ে দুর্বল অংশের মানুষদের কল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বি পি এল ভুক্ত গৃহ পরিচারিকা, AIDS আক্রান্ত রোগী, কুষ্ঠ আক্রান্ত রোগি, লিঙ্গ রুপান্তরিতদের মাসিক ভাতা এবং অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের পেনশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকের পর মূখ্যমন্ত্রী মানিক সরকার মহাকরণে সাংবাদিকদের এই কথা জানান। মূখ্যমন্ত্রী জানান, সম্প্রতি অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা রাজ্য সরকারের কাছে আবেদন করেন ৬০ বছর বয়সে অবসর গ্রহনের পর তারা কোনো সুয়োগ সুবিধা পান না, কারন তারা রাজ্য সরকারের নিয়মিত কর্মচারী নন। মন্ত্রীসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে ৬০ বছর বয়সে অবসর গ্রহনের পর অঙ্গনওয়াড়ী কর্মীরা প্রতি মাসে ৫০০ টাকা ও সহায়িকারা প্রতি মাসে ৩৫০ টাকা করে পেনশন পাবেন। অবসর গ্রহনের পর পেনশন না নিয়ে একজন অঙ্গনওয়াড়ী কর্মী এককালীন ৫০ হাজার টাকা এবং একজন সহায়িকা এককালীন ৩০ হাজার টাকা নিতে পারবেন। যারা এক নাগারে ১০ বছর কাজ করেছেন তারাই এই সুবিধা পাবেন। মন্ত্রীসভার বৈঠকের পর মূখ্যমন্ত্রী আরও জানান, গৃহ পরিচারিকারা প্রতি মাসে ৩৫০ টাকা করে ভাতা এবং AIDS আক্রান্ত রোগী, কুষ্ঠ আক্রান্ত রোগি, লিঙ্গ রুপান্তরিতদের ৫০০ টাকা করে পেনশন দেবেন।